• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আখাউড়ায় সবজিতে ফিরছে স্বস্তি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০২৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সর্বত্র হাট বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। সেই সাথে বাজারে সবজির  সরবরাহ তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। আলু, সিম, মোলা, ফুলকপি বেগুনসহ অন্যান্য সবজিতে কেজি প্রতি ১০-৩০ টাকার উপর কমেছে। ফলে সাধারণ ক্রেতাদের মাঝে অনেটাই স্বস্তি ফিরে আসছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ীরা জানায়, গত কয়েক দিন ধরে সর্বত্র হাট বাজারে মৌসুমী শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। তাই দিন দিন বাজারে সবজির দামও তুলনামূলকভাকে কমতে শুরু করেছে। তারা আশা করছেন আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ আরো বৃদ্ধির পাশাপাশি দাম ও অনেকে কমে আসবে।

সরেজমিনে পৌর শহরের সড়ক বাজারে ঘুরে দেখা যায়, প্রতিকেজি শিম ৭৫-৮০,টমেটো ৮০-৯০ -ফুলকপি ৪০-৪৫, করলা ৬৫-৭০ বেগুন ৪০-৪৫ আলু ৫০, মুলা ৪০-৪৫, কাকরোল ৭৫-৮০, বরবটি ৬০-৬৫, পটল ৪০-৪৫, চিচিংগা ৪০-৪৫, মিষ্টি কুমড়া ৫০, মুখি ৭০-৭৫, লাউ প্রতি পিচ ৪০-৪৫, গাজর ৭০-৮০,কাঁচা মরিচ ১৩০-১৪০,ধনিয়াপাতা ১৯০-২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অপরদিকে  বাজারে সব ধরনের মাছ মাংসের দাম অনেকটাই যেন অপরিবর্তিত রয়েছে।

বাজার করতে আসা পৌর শহরের রাধানগর এলাকার মো: মোবারক হোসেন বলেন গত কয়েক দিন ধরে বাজারে প্রচুর প্ররিমানে শীতের সবজি উঠছে। তুলনামূলক ভাবে সবজির দাম আগের চেয়ে অনেক কমেছে। পছন্দ করে প্রতিদিনই এখন  টাটকা সবজি কেনা হচ্ছে।

সিএনজি চালক মো. বাবুল মিয়া বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া ছিল। ইচ্ছা থাকা সত্বে সীমিত আয় হওয়ায় স্বল্প পরিমানে দু’একা সবজি ছাড়া কিছুই বাজার থেকে কেনা যেতো না। গত কয়েক দিন ধরে শীতের নানা প্রকারের সবজি বাজারে উঠছে। সেইসাথে সবজির দাম কম থাকায় টাটকা কিনে খেতে পারছি।

রিকশা চালক মিলন মিয়া বলেন, সবজির দাম বেড়ে যাওয়ায় পছন্দনুযায়ী সবজি কেনা হয়নি। সবজি ছাড়াই তাদের খাওয়া হয়েছে বেশী। সবজির দাম কমে আসায় কিনে খাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, শীতের সময় সব সবজির দামই কম থাকে এখন এটার প্রভাব আমরা দেখতে পারছি। দাম যদি আরো কমে আসে আমাদের মতো গরিবরা সবজি খেয়ে পারবে। 

পৌর শহরের সড়ক বাজার এলাকার সবজি ব্যবসায়ী বাদল বণিক বলেন, গত কয়েক দিন ধরে তুলনামূলক ভাবে বাজারে শীতের নানা প্রকারের সবজি সরবরাহ অনেক বেড়েছে। তাই দাম ও তুলনামূলক অনেক কমে গেছে। দিন দিন সবজির সরবরাহ আরো বৃদ্ধি পাবে সেই সাথে দাম ও আরো কমে যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads